শিক্ষায় শুধুমাত্র বিবেক বোধ শেখায়না।

লিখেছেন লিখেছেন মোঃ মোরশেদুল আলম আরিফ ২৯ জুলাই, ২০১৫, ০৭:০১:৫৮ সকাল

সিগারেট টানছিলাম, পাশে কেউ গেঞ্জি ধরে টানলো। ঘুড়ে দেখলাম

এক ৭-৮ বছরের একটা মেয়ে।

-ভাই ৫ টাকা দেন না।

-৫ টাকায় কি হবে ?

-ভাত খাবো।

-৫ টাকায় ভাত হয় ??

-অল্প করে খাবো।

-(speechless !!) কত টাকা হলে বেশি করে খাওয়া হবে ?

-৫০ টাকা। ভাত ১০ আর তরকারি ৪০।দিবেন ?

-হুম দিতে পারবো।

-এত টাকা দিবেন !! (চোখে মুখে বিস্ময়)তয় ভাত কিইনা দেওন

লাগবোনা,একটা উপকার করেন।

-কি উপকার ?

-ঐ টাকার চাউল কিনে দেন। বাসায় নিয়ে যাবো। মা সহ খাবো।

-বাসায় কে কে আছে আর তোমার ?

-মা বুইন আর একটা ভাই। মা হাটবার পারেনা। বুবু কাজ করে। বড় ভাই চা এর

দোকানে থাকে। আমি ভিক্ষা করি।

- তোমার বাবা ?

-ছাইড়া গেছে অনেক আগে, মনে নাই।

-হুম। পড়াশোনা কর না ?

-পড়লে ভিক্ষা করতাম কখন ? খাওন জুটবোনা।

১ কেজি চাউল আর কিছু ডিম কিনে দিয়ে বিদায় নিলাম। ৪ জনের সংসারে

একদিন চলে যাবে।

খুব অদ্ভুত ভাবে বেড়ে উঠে ওরা।খুব অল্প বয়সেই জীবনকে

বুঝে নিতে শেখে।

৭ বছরে যথসম্ভব আমি “ওয়ান/টু” এ পড়তাম। এই বিকাল টাইম টাই Drawing

করতাম। অবসরে ওটাই শখ ছিল। নিশ্চিন্তে Drawing করতাম। খাওন জুটবে কই

থেকে এই চিন্তা অন্তঃত ছিলনা। “পড়লে খাওয়োন জুটবো কই

থেকে” এই ধরণের প্রশ্নও মাথায় আসেনাই।এগুলো চিন্তার জন্য বাবা-মা

ছিল।

৫ টাকায় আমি তো ছোটবেলায় কলম কিনেছি। আমার শিক্ষার উপকরণ।

সে ৫ টাকায় ভাত খুজে। তার বেচে থাকার উপকরণ। পথের ধুলোয় অদ্ভুত ভাবে বেড়ে উঠার মাঝেও তাদের মধ্যে

বিবেকবোধ তৈরী হয়েছে। ৫০ টাকা্য হোটেল থেকে ভাত-

তরকারি কিনে খাওয়ার থেকে বাসায় পঙ্গু মা আর ভাই বোন কে নিয়ে

খাওয়া বেশি তৃপ্তিজনক সেই বোধও এই ৭-৮ বছরের অশিক্ষিত

মেয়ের মাঝে তৈরী হয়েছে। # শিক্ষায়_শুধুমাত

্র_বিবেক_বোধ_শেখায়না

এর বয়সে রোজ সকালে আমি ভাবতাম আজ স্কুলে যেয়ে টিফিনে কি

খেলব, কার পাশে বসবো, স্যারের কোন হোমওয়ার্ক আছে কিনা।

আর এই মেয়েটা ভাবে রোজ সকালে “কোন রাস্তায় ভিক্ষা করলে

বেশি টাকা পাবে” আর ৫০ টাকা আমাদের একদিন মোবাইলে খরচ যায় আর

ওদের সবাই মিলে এক বেলা খাওয়া হয়ে যায়।

একই স্রষ্টার সৃষ্টি আমরা দুইজনই। দুইজনই দুইজনের বাবা-মা এর সন্তান। স্রষ্টা

চাইলে আমার আর স্থান টাও উল্টো হতে পারতো। আমরা ভুলে যাই সব।

অনেক অহংকার আমাদের। গরীব দের মানুষ ভাবিনা। কখনও তাদের গায়ে

হাত তুলি। কাছে আসলে রুমাল নাকে দিই।আমাদের ভাব ভঙ্গি এমন যে আজ

আমাদের যা ভালো পজিশন এর ক্রেডিট আমাদের।অথচ স্রষ্টা চাইলে

আজ সে চা খাইতো আর আমি গেঞ্জি টেনে ৫ টাকা চাইতাম অল্প করে

ভাত খাওয়ার জন্য।

ভালো রেখেছেন স্রষ্টা সত্যিই অনেক। নিম্নবিত্ত এই মানুষ গুলোর

জীবন বৈচিত্রের সাথে তুলনা না দেওয়া পর্যন্ত সত্যিই বুঝিনা আমি কতটা

সুখে আছি, কতটা ভাল আছি…………

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332376
২৯ জুলাই ২০১৫ সকাল ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : নবী করিম সঃ বলেছেন যে ঐ ব্যক্তি মুসলীম নয় যার প্রতিবেশী অনাহারে রাত কাটায়৷ চিন্তা করুন আমরা কোথায়৷ এর চেয়ে বড় কোন সমাজ তন্ত্র আছে কি? খলিফা হজরত ওমর রাঃ বলে ছিলেন,' মার রাজ্যেে যদি কোন কুকুরও অনাহারে মরেযায়, তার জন্য কেয়ামতে আমাকে জবাবদেহী করতে হবে৷'এর চাইতে ভাল শাশক আছেকি? ধন্যবাদ৷
332385
২৯ জুলাই ২০১৫ সকাল ০৯:১০
দ্য স্লেভ লিখেছেন : একই স্রষ্টার সৃষ্টি আমরা দুইজনই। দুইজনই দুইজনের বাবা-মা এর সন্তান। স্রষ্টা

চাইলে আমার আর স্থান টাও উল্টো হতে পারতো। আমরা ভুলে যাই সব।

অনেক অহংকার আমাদের।
332423
২৯ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৭
হতভাগা লিখেছেন : এদেরকে দেখভালের জন্য আমরাই নেতা সিলেক্ট করে দিয়েছি । এদের জন্য যে সব সাহায্য আসে তা নেতাদের মাধ্যমে বিলি বন্টন হয় ।

আপনি , আমি ব্যক্তিগতভাবে কিছু করতে গেলে ওরা একজন আরেকজনকে জানিয়ে দলবল সহ আসবে । কতজনকে সামাল দেবেন ?

ময়মনসিংহে ঈদের সময় যাকাতের কাপড় প্রশাসনকে না জানিয়ে স্বউদ্যোগে দিতে গিয়ে প্রায় দুই ডজন লোকের প্রানহানীর জন্য যাকাত দাতাকে এখন দৌড়ের উপ্রে থাকতে হচ্ছে ।
332481
২৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:০০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File